তাহলে কল করুন, অথবা ইমেইল করুন
Email: cdcdhanbari@gmail.com
প্রতিদিন : সকাল ০৮:০০ টা থেকে রাত ০৯:০০টা পর্যন্ত।
শুক্রবার :
সকাল ০৮:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত।
সিডিসি ধনবাড়ী একটি অনন্য রোগনির্ণয় ও পরামর্শ কেন্দ্র যা বাংলাদেশে টাঙ্গাইল জেলার অন্তর্গত ধনবাড়ী উপজেলা সদর এবং পৌর শহরে অবস্থিত। ধনবাড়ী বাসস্ট্যান্ড পয়েন্ট থেকে নওয়াব বাড়ীর রাস্তা ধরে ৫০গজ এগুলেই সিডিসি ধনবাড়ীর অবস্থান।
এর প্রাথমিক পরিষেবাগুলি কেবল ফোন বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়া বা রোগীর জন্য অগ্রীম সিরিয়াল নেয়া, ল্যাবরেটরী টেস্ট, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ফিজিও থেরাপী, ফুট কেয়ার, ইনজেকশন ও ড্রেসিং,ফার্মেসী সুুুুবিধাসহ কনসালটেশন বা পরামর্শের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
ভবিষ্যতে, অন্যান্য সুবিধাগুলি যেমন - জরুরি চিকিৎসা পরিষেবা, হাসপাতালে ভর্তি এবং শল্য চিকিৎসা বা অপারেশনও মূল কর্ম কান্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করা করা হবে।
আমাদের কার্যক্রম সম্পর্কিত আপনাদের গঠণমূলক সমালোচনাকে স্বাগত জানাই। আমাদের কার্যক্রম সম্পর্কিত আপনার যে কোন প্রশ্ন অমাদেরকে জানাতে পারেন। আপনি চাইলে অনলাইন চ্যাটেও যুক্ত হতে পারেন। আমাদের প্রতিনিধি যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবেন।
সিডিসি ধনবাড়ীতে স্বাস্থ্য সেবা গ্রহনকারীদের স্বাস্থ্যবান রাখা ও কর্মক্ষম উন্নত জীবন যাপনের ব্যবস্থা করা ।
চর্ম-যৌনরোগ ও এলার্জী,যক্ষা-বক্ষ্যবাধি ,কুষ্ঠ ও ফাইলেরিয়াসিস, নাক-কান-গলা, স্ত্রীরোগ ও প্রসুতি, মা ও শিশু স্বাস্থ্য।
রক্ত ,মূল ,মূত্র ,ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, এক্সরে ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করার সুব্যবস্থা রয়েছে।
সিডিসি ফার্মেসী একটি সুলভ মূল্যে এবং খুচরা ঔষধ বিক্রয়ের প্রতিষ্ঠান। এখানে দেশি-বিদেশিসহ জীবন রক্ষাকারী সকল ধরনের ঔষধ পাওয়া যায়। অভিজ্ঞ ফার্মেসী ম্যান ঔষধ সেবন বা ব্যবহার সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিয়ে থাকেন।
চিকিৎসক ও ফার্মাসিউটিক্যাল কোম্পাণী থেকে আগত প্রতিনিধি বা তাঁদের সুপারভাইজারদের জন্য অভ্যর্থনা ও বিশ্রামের কক্ষ এবং সেল্ফ সার্ভিসের মাধ্যমে আপ্যায়নের ব্যবস্থা।
শুধুমাত্র চিকিৎসক ও ফার্মাসিউটিক্যাল কোম্পাণী থেকে আগত প্রতিনিধি বা তাঁদের সুপারভাইজারদের জন্য রাত্রি যাপনসহ সকালের নাস্তার ব্যবস্থা। সরাসরি উপস্থিত হয়ে অথবা ফোন কলের মাধ্যমেও বুকিং করা যায়। বুকিং বাতিল করতে চাইলে কমপক্ষে ২৪ ঘন্টা আগে জানাতে হবে।
সিডিসি অডিটরিয়াম একটি আধুনিক অডিটরিয়াম যেখানে রুফ মাউন্টেড মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ কম্পিউটার ও ওয়াশরুমসহ সর্বাধিক ১৫০ জন লোকের বসার সুব্যবস্থা রয়েছে।
চর্ম-যৌন, বক্ষব্যাধি, এলার্জি, নাক-কান-গলা রোগে অভিজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
সিডিসি তে সেবা পেয়ে আমরা আনন্দিত। সিডিসির সাফল্য কামনা করি
সিডিসি তে সেবা পেয়ে আমরা আনন্দিত। সিডিসির সাফল্য কামনা করি
সিডিসি তে সেবা পেয়ে আমরা আনন্দিত। সিডিসির সাফল্য কামনা করি
প্রশ্নঃ CDC মানে কি ? কিভাবে এর নামকরন করা হয়েছে ?
উত্তরঃ সিডিসি বা CDC মানে হলো Consultation and Diagnostic Center.
সিডিসি আটলান্টা একটি খ্যাতনামা প্রতিষ্ঠান যার পূর্ণনাম সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখারও ইংরেজী নাম সিডিসি অর্থাৎ কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল। আর এই সিডিসি শাখায় কাজ করতে গিয়ে উভয় সিডিসি সম্পর্কে জানার সুযোগ হয় এবং সেই থেকে সিডিসি নামটি আমার নিকট অতি প্রিয় হয়ে যায়। আমার জন্মস্থান ধনবাড়ী হওয়াতে ধনবাড়ীও আমার নিকট অতি প্রিয় জায়গা। তাই দুই ভাল লাগার নামকে সংযুক্ত করে আরেকটি প্রিয় নাম “সিডিসি ধনবাড়ী”-র উদ্ভাবন। নাম একই রকম শোনালেও ভিন্ন ভিন্ন সিডিসির ভিন্ন ভিন্ন কর্মপরিকল্পণা রয়েছে।
প্রশ্নঃ আপনাদের এখানে কি রোগী ভর্তি করা হয় ?
উত্তরঃ না। বর্তমানে আমাদের এখানে শুধুমাত্র কন্সালটেশন ও ডায়াগনস্টিক সেন্টার এর সুবিধা চালু রয়েছে। অদূর ভবিষ্যতে হাসপাতাল বেড এর ব্যবস্থা করা হবে।
প্রশ্নঃ ডাক্তার দেখাতে কিভাবে সিরিয়াল দিতে হয় ?
উত্তরঃ সিরিয়ালের জন্য আপনাকে আমাদের হটলাইনে কল করতে হবে অথবা আপনি চাইলে আমাদেরকে ই-মেইলও করতে পারেন।
প্রশ্নঃ ডাক্তার সাহেব কি সবদিন রোগী দেখেন?
উত্তরঃ না। বর্তমানে শুধুমাত্র শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রোগী দেখেন।
অতি শীঘ্রই আমরা সপ্তাহের অন্যান্য দিনগুলিতে সকাল ০৮:০০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত স্বাস্থ্যসেবা চালু করতে যাচ্ছি।
কনসালটেশন রুম
কনসালটেশন রুম
ডায়াগনস্টিক বা রোগ নির্ণনায়ক পরীক্ষাগার
জরুরি বিভাগ
আউটার ভিউ
আউটার ভিউ
আউটার ভিউ
ল্যাব
এখানে রাজনৈতিক মিটিং ছাড়া , চিকিৎসা, ঔষধ বিপণন ও অন্যান্য পেশাজীবি সংগঠণের সংশ্লিষ্ট বিষয়ের উপর মিটিং, সেমিনার ও ট্রেইনিং করার ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য অগ্রীম বুকিং প্রয়োজন।
বিস্তারিত জানতে কল করুন :০১৭৪৮-৮৬২৭১৮, ০১৯৯৮-৯৬১৫৫৫
31 October 2019
বয়স বাড়ছে আর শরীরে বাসা বাঁধছে নানা রোগ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বির আধিক্য, তার সঙ্গে হয়তো আছে হৃদরোগ বা স্নায়ুর সমস্যা। কারও হয়তো আছে থাইরয়েডের সমস্যা, কেউ ডিপ্রেশনের ওষুধ খান। যেকোনো সময় কারও লাগতে পারে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ বা অ্যালার্জির ওষুধ। ওষুধের কৌটায় ওষুধের ছড়াছড়ি। কিন্তু এত ওষুধের ভিড়ে একটা আরেকটার সঙ্গে কোনো প্রতিক্রিয়া বা বিক্রিয়া করছে কি না, তা কখনো ভেবে দেখেছেন কি?
31 October 2019
কে কোন্ ধরনের বা কোন্ ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করবেন–এমন একটা প্রশ্ন অনেকেই করেন। কিন্তু এক কথায় সে প্রশ্নের সঠিক উত্তর দেয়া যায় না। কারণ, আমাদের প্রত্যেকের ত্বকের ধরন ভিন্ন। আমরা বিভিন্ন জনকে বলি বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে দেখতে এবং শেষে যেটা তার শরীরের পক্ষে মানানসই লাগে সেটা ব্যবহার করতে। যারা এত পরীক্ষা-নিরীক্ষার ঝামেলার মধ্যে দিয়ে যেতে চান না তারা এবং যাদের ত্বক সংবেদনশীল বা সেনসিটিভ (আমাদের দেশের বেশিরভাগ মানুষের ত্বকই এমন), তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো সরাসরি সেনসিটিভ টাইপের প্রসাধনী ব্যবহার করা।
31 October 2019
কারো যদি জ্বর হয় তিনি অবশ্যই মশারির মধ্যে থাকবেন। জ্বর হলে তরল খাবার খাবেন। প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। ওর স্যালাইন, ডাবের পানি, ঘরে তৈরি ফলের রস খাবেন। এটিই হলো প্রাথমিক চিকিৎসা। আর রোগীর অবস্থা বেশি খারাপ হলে স্যালাইন দিতে হবে । আরও বেশি খারাপ হলে হাসপাতালে ভর্তি হতে হবে। দিনে-রাতে মশারির নিচে থাকবেন। ফেলে দেওয়া বোতলে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।
ঠিকানা:
সিডিসি ধনবাড়ী
সিডিসি ভবন, হোল্ডিং নাম্বার : ৪৪৪
নওয়াব বাড়ী রোড়, বাসস্ট্যান্ড এলাকা
ধনবাড়ী, টাঙ্গাইল-১৯৯৭, বাংলাদেশ।
হটলাইন নম্বর:
০১৭৪৮ ৮৬২৭১৮, ০১৯৯৮ ৯৬১৫৫৫
টেলিফোন:
০৯২১-৬৯০৮৯
ই-মেইল:
cdc.dhanbari@gmail.com